আন্তর্জাতিক ডেস্ক

  ২১ এপ্রিল, ২০২০

এবার অনলাইনে বিয়ে

করোনাভাইরাসের কারণে যাদের বিয়ে আটকে গেছে সেই জুটিরা এবার খুব শিগগিরই গাঁটছড়া বাঁধার সুযোগ পাচ্ছেন। বিয়ের ব্যবস্থা চালু হচ্ছে অনলাইনেই। নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো এমন একটি আদেশে এরই মধ্যে সই করেছেন। অনলাইনেই এখন থেকে হয়ে যাবে সমস্ত কাজ। রাজ্যের বাসিন্দারা দূরে থেকেই বিয়ের সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করা যাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

গত শনিবার দৈনিক এক ব্রিফিংয়ে নিউইয়র্কের গভর্নর কুমো এই নতুন ব্যবস্থার ঘোষণা দেন। মজা করে তিনি বলেন, এখন থেকে কেউ আর বিয়ে না করার কোনো ‘অজুহাত’ দেখাতে পারবে না, আপনারা এখন এটি জুমেই করতে পারেন, হ্যাঁ কি-না? করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৫ মে পর্যন্ত লকডাউন বাড়ার পর অনলাইনে বিয়ের এ ব্যবস্থা নেওয়া হলো। কেবলমাত্র নিউইয়র্কেই ১৩ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছে। এ পরিস্থিতিতে সামাজিক দূরত্বের বিধি মেনে চলার মধ্যে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবরা কোনো বিয়েতে সামিল হতে পারছেন না। ফলে বিয়ের অনুষ্ঠান করার কোনো মানে হয়? জাগছে এমন প্রশ্নই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close