আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ এপ্রিল, ২০২০

পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ

পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গত রোববার রাজ্য সরকারের মুখ্যসচিব রাজীব সিংহ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন। এতে বলা হয়েছে, মানুষজন বাইরে বেরুলে যেকোনো ধরনের মুখাবরণ থাকা আবশ্যক। সেই মুখাবরণ মাস্ক হতে পারে, দোপাট্টা বা গামছাও হতে পারে। যেকোনো কাপড়ের টুকরো বা রুমাল, যা নাকমুখ ঢাকতে পারে, তাও গ্রহণযোগ্য হবে। রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, মাস্ক বা মুখাবরণ ব্যবহার করলে কোভিড-১৯ এর সংক্রমণের গতি অনেকটাই রোধ করা যায়। ফলে সবারই এটি ব্যবহার করা উচিত। জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে আলোচনার পরই গত রোববার এ নিয়ে আনুষ্ঠানিক নির্দেশনা দিল রাজ্য

সরকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close