আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ মার্চ, ২০২০

দু-তিন সপ্তাহের মধ্যে পরিস্থিতিতে নিয়ন্ত্রণ আসবে

রুহানি

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ নিয়ন্ত্রণমূলক পদক্ষেপগুলো শিগগির শিথিল করা যাবে বলে আশা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তার ধারণা, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সর্বোচ্চ করোনা আক্রান্ত দেশের তালিকায় ইতালি ও চীনের পরপরই রয়েছে ইরানের অবস্থান। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬১০ জন।

গত শনিবার টেলিভিশনে ভাষণ দেন রুহানি। সে সময় অর্থনীতিক উৎপাদন বন্ধের চেষ্টাকে ইসলামি বিপ্লবের বিরোধীদের কর্মকা- হিসেবে আখ্যা দিয়েছেন। অর্থনৈতিক প্রক্রিয়া স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তার দেশকে সবকিছু করতে হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

গত ১৯ ফেব্রুয়ারি করোনায় প্রথম দুজনের মৃত্যুর ঘোষণা দেয় ইরান। এরপর থেকে ভাইরাসটি মোকাবিলায় বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করা হয় সে দেশে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close