আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ ফেব্রুয়ারি, ২০২০

সাংবাদিককে বলা হলো হিন্দু তো? বেঁচে গেলে

ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন স্থানে সিএএর সমর্থক ও বিরোধীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এতে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দিল্লি পরিস্থিতির ছবি তুলে ধরতে গিয়ে বেশ কয়েকবার জীবনের হুমকিতে পড়েন ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর সাংবাদিক শিবনারায়ণ রাজপুরোহিত। তার মোবাইল, নোটবই ছিনিয়ে নেওয়া হয়। করা হয় মারধর। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টায়, পূর্বদিল্লির কারোয়াল নগরে আগুনে পুড়তে থাকা একটি বেকারি দোকানের বাইরে দাঁড়িয়ে বেকারি মালিকের সঙ্গে কথা বলছিলেন সাংবাদিক শিবনারায়ণ রাজপুরোহিত। তখনই একদল উন্মত্ত জনতা তাকে ঘিরে ফেলে। বছর ৪০-এর এক ব্যক্তি হঠাৎই প্রশ্ন করেন ‘কে আপনি?’ উত্তরদাতা নিজেকে সাংবাদিক পরিচয় দেন। জবাবে সাংবাদিককে তার নোটবুক দেওয়ার জন্য বলা হয়। নোটবুক হাতে পেয়েই সেখানে সন্দেহজনক কিছু রয়েছে কি না, তা দেখা হয়। কিন্তু কয়েকটি ফোন নম্বর ও গুটিকয়েক পর্যবেক্ষণের কথা ছাড়া নোটবুকে কিছুই মেলেনি। সাংবাদিককে বলা হলো, হিন্দু তো? বেঁচে গেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close