আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ ফেব্রুয়ারি, ২০২০

ধর্ষণে দোষী সাব্যস্ত হার্ভি ওয়াইনস্টিন

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হলিউডি মোগল নামে পরিচিত সাবেক চলচ্চিত্র প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন। গত সোমবার নিউইয়র্কের একটি আদালত ৬৭ বছর বয়সি ওয়াইনস্টিনকে ধর্ষণের একটি ধারায় ও যৌন নিপীড়নের আরেকটি ধারায় দোষী সাব্যস্ত করেন, জানিয়েছে বিবিসি। ওয়াইনস্টিন সব অভিযোগ অস্বীকার করলেও তাকে ২০০৬ সালে সাবেক প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট মিমি হাইলিকে যৌন নিপীড়ন এবং ২০১৩ সালে সাবেক অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। আদালতের এই রায়ে প্রভাবশালী ব্যক্তিদের যৌন নির্যাতন ও হয়রানির মতো অপরাধের বিরুদ্ধে নির্যাতিত নারীদের প্রকাশ্যে অভিযোগ আনার ‘মি টু’ হ্যাশট্যাগ আন্দোলনের জয় হয়েছে বলে মত পর্যবেক্ষক মহলের।

তবে বলপ্রয়োগে ধর্ষণের মতো সবচেয়ে গুরুতর অপরাধের অভিযোগ থেকে নিষ্কৃতি পেয়েছেন ওয়াইনস্টিন। তারপরও দোষী সাব্যস্ত হওয়া অভিযোগগুলোতে তার সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদ- হতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close