আন্তর্জাতিক ডেস্ক

  ২১ জানুয়ারি, ২০২০

বাজেটে ৩ শতাধিক পণ্যের শুল্ক বাড়াতে পারে ভারত

আগামী বাজেটে খেলনা, আসবাবপত্র, জুতাসহ তিন শতাধিক পণ্যের শুল্ক বাড়াতে পারে ভারত। স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, আমদানি হ্রাস ও রাজস্ব বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এরই মধ্যে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় তাদের বাজেট সুপারিশে আসবাবপত্র, রাসায়নিক, রাবার, কাগজের বোর্ডসহ তিন শতাধিক পণ্যে প্রাথমিকভাবে শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

জুতা ও জুতা সংক্রান্ত পণ্যের শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে মন্ত্রণালয়। বায়ুপূর্ণ রাবারের টায়ারের বর্তমান শুল্ক ১০-১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার কথা বলা হয়েছে। কাঠের আসবাবের ক্ষেত্রে শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হতে পারে।

কাগজের বোর্ড ও হাতে তৈরি কাগজের শুল্ক দ্বিগুণ বাড়িয়ে ২০ শতাংশ করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close