আন্তর্জাতিক ডেস্ক

  ২১ জানুয়ারি, ২০২০

আটার দাম নিয়ে দুশ্চিন্তায় পাকিস্তান

পাকিস্তানে হঠাৎ করেই গমের আটার দাম বেড়ে গেছে। প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে ৬২ থেকে ৭০ পাকিস্তানি রুপিতে। এমন আকাশছোঁয়া দামে শঙ্কিত দেশের নিম্ন ও নিম্নমধ্যবিত্ত শ্রেণি। রুটি খাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। চিন্তায় পড়েছে ইমরান খানের সরকারও। মূল্যবৃদ্ধিকে কৃত্রিম সংকট আখ্যা দিয়ে লাগাম টানার নির্দেশ দিয়েছেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম বলছে, গত এক সপ্তাহেই আটার দাম কেজি প্রতি বেড়েছে পাঁচ রুপি। মাসখানেক আগেও করাচিতে ১০ কেজি আটার দাম ছিল ৪৫০ রুপি (কেজিপ্রতি ৪৫ রুপি)। এখন সেখানে ১০ কেজি আটার দাম ৬২০ থেকে ৭০০ রুপি। বিক্রেতারা বলছেন, গমের দাম হঠাৎই বেড়েছে। তাই আটার দামও বেড়েছে।

ফ্লোর মিল অ্যাসোসিয়েশন কেজি প্রতি আটার দাম ছয় রুপি বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। দাম কবে কমবে সে ব্যাপারেও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। তবে ইমরান খানের সরকার বলছে, গমের দাম বৃদ্ধির খবর ভুয়া। সরকারি গুদামে চার মিলিয়ন টন গম মজুদ রয়েছে। ফলে এমনভাবে লাফিয়ে দাম বাড়ার কোনো যুক্তি নেই। গত শনিবার ইমরান খান রাজ্য সরকারকে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধিতে লাগাম টানার নির্দেশ দিয়েছিলেন।

এদিকে রেস্তোরাঁ ও ধাবা মালিকরা আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন। সরকারের কাছে তাদের দাবি, পুরোনো মূল্যে আটা সরবরাহ করতে হবে। না হলে রুটি ও নানের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিতে বাধ্য হবেন তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close