আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ জানুয়ারি, ২০২০

মোদির কাছে জাকির নায়েকের দাবির জবাব চাইল কংগ্রেস

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েকের করা দাবির ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ও বিজেপি প্রধান অমিত শাহের কাছে ব্যাখ্যা চেয়েছেন কংগ্রেসের সিনিয়র নেতা দ্বিগবিজয় সিং। গত বুধবার তিনি বলেন, মোদির উচিত এখনই এই দাবি নিয়ে কথা বলা, নাহলে ‘দেশবিরোধী’ জাকির নায়েকের কথা সত্য মনে হবে।

গত ৯ জানুয়ারি এক ভিডিও বার্তায় মালয়েশিয়ায় বসবাসরত জাকির নায়েক দাবি করেন, কাশ্মীর নীতিতে সমর্থনের বিনিময়ে তাকে নিরাপদে দেশে ফেরার প্রস্তাব দিয়েছিল দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকার। তবে ওই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন তিনি। জাকির নায়েক বলেন, ‘ভারত সরকার তাদের এক প্রতিনিধির সঙ্গে আমাকে বৈঠকে বসতে বলেছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহে ওই প্রতিনিধি আমার সঙ্গে দেখা করতে আসেন। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তাদের নির্দেশে সোজা আপনার কাছে এসেছি। আপনি যাতে নিরাপদে ভারতে ফিরতে পারেন, সেজন্য তারা ব্যবস্থা করবেন। বিনিময়ে তারা আপনার মাধ্যমে মুসলিম দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চান।’

জাকির নায়েকের এই ভিডিও টুইট করে দ্বিগবিজয় বলেন, ‘প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে এই দাবি অস্বীকার করা উচিত। নাহলে মনে হবে যে দেশবিরোধী জাকির নায়েকের অভিযোগ সত্যি ছিল।’

কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কংগ্রেস নেতা বলেন, যদি জাকির নায়েক এমন বিবৃতিতে দিয়ে থাকে তবে মোদি ও অমিত শাহর তা প্রত্যাখ্যান করা উচিত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close