আন্তর্জাতিক ডেস্ক

  ১০ নভেম্বর, ২০১৯

রায় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া পাকিস্তানের

ভারতের অযোধ্যা মামলার রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। কিন্তু তার সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলল পাকিস্তান। সম্পূর্ণ বিষয়টিকে ‘অসংবেদনশীল’ বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

কর্তারপুর করিডর ঘিরে যখন অনন্দময় পরিবেশ, তখনই বিতর্কিত জমি মামলার রায়দানের বিষয়টিকে ভালোভাবে দেখছে না ইমরান খানের সরকার। গতকাল শনিবারই অযোধ্যা মামলার রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। কর্তারপুর করিডর ঘিরে আনন্দঘন পরিবেশ। তখনই অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায়দানকে ভালোভাবে দেখছে না পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন, ‘কেন এ সময়টিকেই বেছে নেওয়া হলো। পুরো বিষয়টি খুবই অসংবেদশীল।’

তারপরই তিনি জানিয়েছেন, ‘সম্পূর্ণ ঘটনায় তিনি মর্মাহত’। এ দিনই অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় দিলেন সুপ্রিম কোর্ট।

অযোধ্যার বিতর্কিত জমি দেওয়া হল হিন্দুদের।

অন্যদিকে, মসজিদ নির্মাণের জন্য বিকল্প জমি দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। অযোধ্যার ঐতিহাসিক রায়ে একমত সুপ্রিম কোর্টের ৫ বিচারপতিই। মন্দির নির্মাণের জন্য ৩ মাসের মধ্যে ট্রাস্ট তৈরি করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। ইন্ডিয়ান এক্সপ্রেস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close