আন্তর্জাতিক ডেস্ক

  ১২ অক্টোবর, ২০১৯

সিরিয়ায় তুর্কি সেনা অভিযানের নিন্দা জানাতে ব্যর্থ জাতিসংঘ

আমেরিকা ও রাশিয়ার বিরোধিতার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুরস্কের সিরিয়া অভিযানের নিন্দা জানিয়ে আনা প্রস্তাব পাস হতে পারেনি। জার্মানি, ব্রিটেন, বেলজিয়াম, ফ্রান্স ও পোল্যান্ডের পক্ষ থেকে গত বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওই নিন্দা প্রস্তাব উত্থাপন করা হয়েছিল।

তুরস্ক-সিরিয়া সীমান্ত থেকে কুর্দি গেরিলাদের উৎখতের লক্ষ্যে গত বুধবার থেকে তুরস্কের সেনাবাহিনী এক অভিযান শুরু করেছে। কুর্দি গেরিলাদের ‘সন্ত্রাসী’ আখ্যায়িত করে গত বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের নির্দেশে ওই সেনা অভিযান শুরু হয়।

ওই অভিযান শুরু হওয়ার পর গত বুধবারই তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ ওকতাই দাবি করেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তর দেশ এ অভিযান শুরু করেছে।

তবে আন্তর্জাতিক সমাজে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সেনা অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। ইরান অবিলম্বে অভিযান বন্ধ করার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে।

সিরিয়া সরকার বলেছে, দেশটির সেনাবাহিনী যেকোনো মূল্যে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close