আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ অক্টোবর, ২০১৯

ভূমধ্যসাগরে অভিবাসী নৌকাডুবি নিহত ১৩

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী এক নৌকাডুবিতে গর্ভবতী নারীসহ অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চালানো হলেও সফল হয়নি ইতালির কোস্টগার্ড। তারা জানান, এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ২০১৭ সালে প্রায় ৩ হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে। একে শরণার্থীদের জন্য সবচেয়ে বিপজ্জনক পথ মনে করা হয়। ২০০০ সালের পর থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার অভিবাসী এই পথে ডুবে মারা গেছে কিংবা নিখোঁজ রয়েছে।

ইতালীয় দ্বীপ লামপেদুসাতে বৈরী আবহাওয়ার কারণে আটকে ছিল নৌকাটি। কোস্ট গার্ড জানায়, গত রোববার তার খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে সেখানে যেতে যেতে সোমবার মধ্যরাত পেরিয়ে যায় এবং নৌকা ডুবে যায়।

ইতালির সংবাদমাধ্যমগুলো জানায়, ৫০ জন যাত্রী নিয়ে নৌকাটি তিউনিশিয়া উপকূল ত্যাগ করেছিল। উদ্ধারকারীরা ২২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজদের মধ্যে আটজন শিশু রয়েছে বলে জানা গেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছর ইউরোপে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবে প্রাণ হারিয়েছে ১ হাজারেরও বেশি মানুষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close