আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ অক্টোবর, ২০১৯

ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে

ইহুদিবাদী ইসরায়েল এবং কয়েকটি আরব দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছে। ফিলিস্তিনিদের ভাগ্যে কী ঘটবে সেদিকে খেয়াল না দিয়েই জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল গান্তজ এবং আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা চুক্তিতে উপনীত হন।

ফিলিস্তিনের একটি টেলিভিশন চ্যানেল এই খবর দিয়েছে। এই সমঝোতার পর এখন বিষয়টি নিয়ে আলোচনার জন্য দুই পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। ইসরায়েলের মুখপাত্র জেরুজালেম পোস্টকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনের চ্যানেল-১২ নেটওয়ার্ক আরব ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক নিয়ে যে খবর দিয়েছে তা সঠিক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close