আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ অক্টোবর, ২০১৯

‘ইরাক-ইরানের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র ব্যর্থ হবে’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, তার দেশ ও ইরাকের জনগণ ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। ফলে দু’দেশের মধ্যে বিভক্তি সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র ব্যর্থ হবে। খবর পার্স টুডে।

ইরানের এই সর্বোচ্চ নেতা বলেন, দেশের মানুষের মধ্যকার সম্পর্ক আল্লাহর ওপর বিশ্বাস, মহানবী (সা.) এবং ইমাম হোসাইনের (আ.) ভালোবাসার ভিত্তিতে সম্পর্কযুক্ত। এই সম্পর্ক দিন দিন বাড়বে। গত রোববার সর্বোচ্চ নেতার দফতর থেকে এক টুইট বার্তায় এসব কথা বলা হয়।

ওই বার্তায় আরো বলা হয়েছে, শত্রুরা বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে কিন্তু তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। সম্প্রতি ইরাকজুড়ে সহিংস বিক্ষোভ মিছিল হচ্ছে। ইরানের অভিযোগ এই বিক্ষোভ-সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে।

প্রথমদিকে বেকারত্ব, দারিদ্র্য এবং দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ শুরু হলেও পরে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ জল কামান ও তাজা বুলেট ছুড়েছে। গত কয়েক দিনের সহিংসতায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close