আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ অক্টোবর, ২০১৯

সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলি হামলা উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে : রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, সিরিয়ার অভ্যন্তরে ইহুদিবাদী ইসরায়েলি যে স্বেচ্ছাচারি বিমান হামলা চালাচ্ছে তাতে পরিস্থিতি অনেক বেশি উত্তেজনাকর হয়ে উঠছে।

লন্ডন থেকে প্রকাশিত আশ-শারকুল আওসাত পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ এ মন্তব্য করেন। গত বৃহস্পতিবার তার এ সাক্ষাৎকার ছাপা হয়েছে। রাশিয়ার এ শীর্ষ কূটনীতিক বলেন, আমরা কখনো এ কথা অস্বীকার করতে পারি না যে, ইসরায়েলের এ ধরনের হামলার কারণে মধ্যপ্রাচ্য অনেক বেশি অস্থিতিশীল হয়ে উঠছে।

দীর্ঘদিন ধরে ইহুদিবাদী ইসরায়েল ইচ্ছামতো মাঝেমধ্যেই সিরিয়ার অভ্যন্তরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের পতন ঠেকানোর ব্যর্থ প্রচেষ্টা হিসেবে ইহুদিবাদী ইসরায়েল এসব হামলা চালাচ্ছে বলে মনে করা হয়। সাক্ষাৎকারের এক পর্যায়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার ভূখ-ে ইহুদিবাদী ইসরায়েল এবং ইরানের ভেতরে সংঘর্ষ শুরু হওয়ার একটা আশঙ্কা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close