আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ায় হত্যা, তিনজনের যাবজ্জীবন

পাকিস্তানের অন্যতম আলোচিত ‘অনার কিলিং’ অর্থাৎ ‘সম্মান রক্ষার্থে হত্যাকা-ের’ মামলায় তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন দেশটির একটি আদালত। দ- পাওয়া ব্যক্তিরা হলেন ওমর খান, সাবির এবং সাহির। নিহত তিন নারীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা। ২০১১ সালে একটি বিয়ের অনুষ্ঠানের ভিডিওটিতে দেখা যায়, হত্যার শিকার ওই তিন নারী গান গাইছেন এবং হাততালি দিচ্ছেন। সেই ভিডিও প্রকাশের জেরে তাদের হত্যা করা হয়। তাদের লাশ খুঁজে পাওয়া যায়নি।

সে সময় ওই নারীদের সঙ্গে থাকা দুজন পুরুষ এখনো পলাতক। ঘটনার সঙ্গে জড়িত আরো দুজন নারীর ভাগ্যে কী ঘটেছে, সেটাও এখনো জানা যায়নি। হত্যাকা-ের পর সহিংস সংঘাতে আরো চারজন নিহত হয়েছিল।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি আদালত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক পাঁচ ব্যক্তিকে মামলা থেকে খালাস দিয়েছে। কেন হত্যা করা হয়েছিল ওই নারীদের কিংবা তখন কী ঘটেছি, তার বিস্তারিত জানা যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close