আন্তর্জাতিক ডেস্ক

  ২১ আগস্ট, ২০১৯

সাভেন্দ্র সিলভা শ্রীলঙ্কার নতুন সেনাপ্রধান

মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের পক্ষ থেকে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও গতকাল সোমবার সাভেন্দ্র সিলভাকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট। ২৬ বছরের গৃহযুদ্ধের শেষ পর্যায়ে তামিল টাইগার বিদ্রোহীদের নৃশংসভাবে দমনের অভিযানে নেতৃস্থানীয় কর্মকর্তা ছিলেন সিলভা। সরকারের পক্ষ থেকে গোলাগুলিমুক্ত এলাকা ঘোষণা করা হলেও সেখানে হাসপাতালসহ নিরস্ত্র বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। সে সময় এতে নেতৃত্ব দেন ৫৫ বছর বয়সি এই সেনা কর্মকর্তা। এ জন্য তার বিজয় নিয়ে ব্যাপক বিতর্ক ওঠে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close