আন্তর্জাতিক ডেস্ক

  ২০ আগস্ট, ২০১৯

মালয়েশিয়ায় বিপাকে জাকির নায়েক

মালয়েশিয়ায় বেশ বিপাকে পড়েছেন ভারতের বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েক। গতকাল সোমবার দ্বিতীয়বারের মতো জবানবন্দি দেওয়ার জন্য তাকে ডেকেছে মালয়েশিয়া পুলিশ। দেশটির সিআইডির পরিচালক দাতুক হুজির মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য স্টার।

সাম্প্রতিক সময়ে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মালয়েশিয়ায় বসবাসরত ভারতীয় হিন্দু এবং চীনাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন জাকির নায়েক।

ওই অনুষ্ঠানে তিনি মালয়েশিয়ায় বসবাসরত চীনা বংশোদ্ভূত নাগরিকদের দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন যে, ভারতের সংখ্যালঘু মুসলিমদের চেয়ে মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুরা ১০০ গুণ বেশি অধিকার ভোগ করছেন।

প্রসঙ্গত, মালয়েশিয়ার ৬০ শতাংশ মুসলিম বাদে বাকি ৪০ শতাংশ মানুষের অধিকাংশই চীনা ও ভারতীয় বংশোদ্ভূত। তার এমন মন্তব্যকে ঘিরে সমালোচনা শুরু হয়েছে। এমন মন্তব্য করে তিনি মালয়েশিয়ার শান্তি নষ্ট করার চেষ্টা করছেন বলে বেশকিছু অভিযোগের ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close