আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ আগস্ট, ২০১৯

আগ্রাসনের দাঁতভাঙা ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে

- ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান কখনোই কোনো যুদ্ধের সূচনা করেনি এবং ভবিষ্যতেও করবে না, তবে আত্মরক্ষার ক্ষেত্রে তেহরানের বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ নেই এবং যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও দাঁতভাঙা জবাব দিতে তেহরান প্রস্তুত রয়েছে।

আরাকচি আরো বলেন, ইরানের সামরিক শক্তি হচ্ছে আত্মরক্ষামূলক এবং কোনো দেশের জন্য তা হুমকি নয়। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এ ক্ষেত্রে আমেরিকা যেসব দাবি করছে সেগুলো একেবারেই ভিত্তিহীন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সর্বোচ্চ নেতার ফতোয়া অনুযায়ী আমরা যেকোনো ধরনের পরমাণু অস্ত্র নির্মাণ এবং তা ব্যবহারকে হারাম বলে মনে করি, তবে আমাদের বিজ্ঞানীরা পরমাণু প্রযুক্তি অর্জন করেছে এবং এই প্রযুক্তিকে আমরা শান্তিপূর্ণ লক্ষ্যে উন্নয়ন ঘটিয়েছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close