আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ আগস্ট, ২০১৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের

হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে প্রশাসনের চলমান সংঘাতে সৃষ্ট গভীর রাজনৈতিক সংকটের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হংকংয়ের ক্রমবর্ধমান বিক্ষোভকে চীনের প্রেসিডেন্ট ‘দ্রুত ও মানবিকভাবে’ আয়ত্তে আনতে পারবেন বলে নিশ্চিত ছিলেন ট্রাম্প। এক টুইটে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প টুইটে লেখেন, ‘শি জিনপিং একজন মহান নেতা, যাকে তার জনগণ সম্মান করে।’ ‘ব্যক্তিগত বৈঠক’ প্রশ্নটি দিয়ে টুইট শেষ করেন ট্রাম্প।

হংকংয়ে একটি বিতর্কিত প্রত্যর্পণ বিল নিয়ে ১০ সপ্তাহ ধরে চলমান গণতন্ত্রপন্থি সরকারবিরোধীদের বিক্ষোভের মুখে এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।

কয়েক দিন ধরে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে শান্তিপূর্ণ আন্দোলন করার পর গত মঙ্গলবার রাতে সেখানে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সহিংস সংঘর্ষ হয়।

এদিকে বিক্ষোভকারীদের কর্মকা-কে ‘প্রায় জঙ্গিবাদের মতো’ বলে সমালোচনা করেছে চীন। বিক্ষোভকারীরা তাদের আন্দোলনে চীনের সরাসরি সামরিক হস্তক্ষেপের আশঙ্কা করছেন। তবে বিশ্লেষকরা বলছেন, এমন কিছু হওয়ার আশঙ্কা নেই। অন্যদিকে হংকং ইস্যুতে চীনকে সতর্কভাবে পদক্ষেপ নিতে বলেছেন মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোলটন।

মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকাকে বোলটন বলেন, ‘সাবধানে পা ফেলুন, কারণ তিয়েনআনমেন স্কয়ারের কথা আমেরিকার জনগণের মনে আছে।’

বোলটন জানান, ১৯৮৯ সালে শিক্ষার্থীদের বিক্ষোভে চীনা সেনাবাহিনীর হামলা করার মতো কাজ আবারও করলে ‘বড় ভুল’ করবে চীন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close