আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ আগস্ট, ২০১৯

কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ রদ সাহসী সিদ্ধান্ত : নরেন্দ্র মোদি

জম্মু-কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ বিলোপ থেকে শুরু করে তিন তালাক নিষিদ্ধ করে সরকার একের পর সাহসী সিদ্ধান্ত নিচ্ছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের জনগণ সরকারের ওপর যে দায়িত্ব দিয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন নরেন্দ্র মোদি।

সরকার দেশবাসীর দেওয়া কাজ করছে উল্লেখ করে এ সময় মোদি জানান, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার থেকে শুরু করে তিন তালাক বিল পাসসহ তার সরকার একের পর এক সাহসী সিদ্ধান্ত নিয়েছে। মোদি বলেন, ‘সরকারের কর্মকা- ভারতবাসীকে বারবার চমকে দিয়েছে। আমার ওপর আস্থা রাখুন।’

মোদি তার ঘোষণায় আরো বলেন, ‘আগামী দিনে সন্ত্রাসবাদ দমনে সরকার একের পর এক কড়া পদক্ষেপ নেবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ এক হয়ে লড়াই করছে। কোনোভাবে কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে মদদ দেওয়া যাবে না।’

এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে ভারত। সন্ত্রাসবাদ মুছে দিতে যা করার আমরা করব।’ ক্ষমতায় আসার পর থেকেই প্রতিরক্ষায় সরকার জোর দিয়েছে বলেও জানান মোদি।

এদিকে প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের সিদ্ধান্তের ঘোষণা দিলেন নরেন্দ্র মোদি। ভারতীয় প্রতিরক্ষায় তিন বাহিনীর সমন্বয়ে নতুন পদ আনা হবে বলে জানান তিনি। পদটির

নাম হবে ‘চিফ অব ডিফেন্স স্টাফ’।

তিন বাহিনীর সমন্বয়ে কাজ করবে ‘চিফ অব ডিফেন্স’। এছাড়া ভারতীয় সেনা, নৌ সেনা ও বিমানবাহিনীর আধুনিকীকরণ করা হবে বলেও জানান মোদি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close