আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ জুলাই, ২০১৯

জার্মানিতে প্রথমবারের মতো আইএসের স্ত্রীকে ফিরিয়ে আনার রায়

জার্মানিতে প্রথমবারের মতো আইএস সদস্যের জার্মান স্ত্রী ও তার তিন সন্তানকে দেশে ফিরিয়ে আনার রায় দিয়েছেন বার্লিনের এক আদালত। আদালত জানান, শিশুরা সিরিয়ার আল-হই শরণার্থী শিবিরে অনেক দুর্দশার মধ্যে থাকবে।

সম্প্রতি ওই নারী দেশে ফিরতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়। পরে তার পরিবার মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করে। সেই মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার তাকে ফিরিয়ে আনার রায় দেন আদালত।

এখন পর্যন্ত জার্মানি মা ছাড়া শুধু সন্তানদের ফিরিয়ে আনার ব্যাপারে অনুমতি দিয়েছিল। তাদের আশঙ্কা, আইএসের স্ত্রী উগ্রবাদী হয়ে থাকতে পারে যা জার্মানির নিরাপত্তার জন্য হুমকি। তবে এই মামলায় আদালত জানান, কোনো পদক্ষেপ না নিলে তিন শিশু খুবই অপ্রয়োজনীয় মারাত্মক ঝুঁকিতে থাকবে।

স্থানীয় সংবাদমাধ্যম সেদুশে জেইতুং জানায়, শিশুদের বয়স দুই, সাত ও আট বছর। ওই নারী লোয়ার স্যাক্সনি রাজ্যের বাসিন্দা ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close