আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ জুন, ২০১৯

তাপমাত্রা ৪৫ ডিগ্রি

বিহারের ‘হিটস্ট্রোকে’ মৃত ৭০

তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে গোটা উত্তর ভারত। এর মধ্যে বিহার রাজ্যে গরম একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। গত তিন দিনে বিহারে তাপপ্রবাহের দাপটে ৭০ জনের মৃত্যু হয়েছে।

তাপপ্রবাহের ফলে সবচেয়ে খারাপ অবস্থা বিহারের ঔরাঙ্গবাদ, গয়া, পাটনা ও নওদা জেলায়। গরমের দাপটে শুধু গয়াতেই মারা গেছেন ১৩ জন। পরিস্থিতি মোকাবিলায় গয়ার বাসিন্দাদের রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক অভিষেক সিং।

আবহাওয়া কার্যালয় জানিয়েছে, গয়ার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। ভাগলপুরের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। তবে তুলনামূলক কম তাপমাত্রা রয়েছে পুরনিয়ায়, সেখানে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের জেরে নওদা জেলায় প্রাউ এলাকায় ১২ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বহু মানুষ। পরিস্থিতি মোকাবিলায় সেখানে জরুরি বৈঠকে বসেছেন জেলা প্রশাসক কুশল কুমার।

অন্যদিকে, বিহারের ঔরাঙ্গবাদের অবস্থা অত্যন্ত সংকটজনক। গত দুই দিনে সেখানে মৃত্যু হয়েছে ২৫ জনের। প্রতিদিনই গরমের দাপটে বিহারের বিভিন্ন জেলায় বাড়ছে মৃতের সংখ্যা। যাদের বেশির ভাগের মৃত্যু ঘটেছে হিটস্ট্রোকে।

এরই মধ্যে মৃতদের পরিবারপ্রতি ৪ লাখ রুপি করে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। গরম মোকাবিলায় প্রতিটি জেলার জেলা প্রশাসকদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রচ- গরমে বিহারের সব সরকারি স্কুল-কলেজে ছুটির মেয়াদ বাড়িয়ে ১৯ জুন করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close