আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ জুন, ২০১৯

আফ্রিকায় আবারও ইবোলার ভয়াবহ মহামারি

মধ্য আফ্রিকায় সম্প্রতি ইবোলা মহামারি ভয়াবহ আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন মেডিকেল গবেষণাবিষয়ক দাতব্য প্রতিষ্ঠান ওয়েলকাম ট্রাস্টের পরিচালক ড. জেরেমি ফারার। তিনি বলেন, ২০১৩-১৬ সালের পর এবারই মহামারি আকার ধারণ করেছে এবং এটি থামার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।

মধ্য আফ্রিকার উত্তরাংশে কঙ্গোর উপত্যকায় প্রবাহিত ইবোলা নদী থেকে ইবোলা ভাইরাসের নামকরণ। সর্বপ্রথম ১৯৭৬ সালে এ ভাইরাসের অস্তিত্ব আবিষ্কৃত হয়। ২০১৪-১৫ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসের সংক্রমণে ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। তখন বেশি আক্রান্ত হয়েছিল গিনি, সিয়েরা লিওন এবং লাইবেরিয়া। ২০১৪ সালে কঙ্গোতে ইবোলা সংক্রমণে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close