আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ জুন, ২০১৯

বাল্টিক সাগরে মার্কিন ও সুইডিশ গোয়েন্দা বিমানকে বাধা দিল রাশিয়া

বাল্টিক সাগরের আকাশে আমেরিকা ও সুইডেনের দুটি গোয়েন্দা বিমানকে বাধা দিয়েছে রাশিয়ার এসইউ-২৭ জঙ্গিবিমান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ১০ জুন রাশিয়ার বিমান প্রতিরক্ষা বিভাগ বাল্টিক সাগরের আকাশে দুটি বিমান শনাক্ত করে যারা রুশ সীমান্তের দিকে যাচ্ছিল। এ অবস্থায় একটি এসইউ-২৭ বিমান গোয়েন্দা বিমান দুটিকে নিরাপদ দূরত্বে থেকে বাধা দেয়। আমেরিকার পক্ষে মার্কিন বিমান বাহিনীর আরসি-১৩৫ বিমান ও সুইডেনের গাল্ফস্ট্রিম গোয়েন্দা বিমান অংশ নেয়।

মার্কিন এক কর্মকর্তা বিষয়টি সিএনএন টেলিভিশনের কাছে স্বীকার করেছেন। তিনি জনিয়েছেন, রুশ বিমানের বাধা ছিল নিরাপদ ও পেশাদার। আরেকজন কর্মকর্তা দাবি করেন, মার্কিন আরসি-১৩৫ বিমানটি নিয়মিত মিশনে বাল্টিক সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় উড়ছিল।

বিমানটিকে রুশ ফেডারেশনের এসইউ-২৭ বিমান বাধা দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close