আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ জুন, ২০১৯

তালেবানের ঈদবার্তা, হামলা অব্যাহত থাকবে

১৮ বছরের দীর্ঘ লড়াই অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পাশাপাশি আফগান সরকার ও বিদেশি উপস্থিতির ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এক তালেবান নেতা। ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বার্তায় এই সময়েও হামলা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন তালেবান নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুনজাদা।

আফগান যুদ্ধের সমাপ্তি টানতে সর্বশেষ পদক্ষেপ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে ধারাবাহিকভাবে তালেবানের সঙ্গে বৈঠক শুরু করেছে যুক্তরাষ্ট্র। ৯-১১ হামলার পর আফগানিস্তানের তালেবান সরকারকে উৎখাত করতে শুরু করা যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১ লাখ কোটি মার্কিন ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র। তৎকালীন প্রসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসন ৯-১১ হামলায় অভিযুক্ত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগ তোলে আফগান গোষ্ঠীটির বিরুদ্ধে। গত শনিবার দেওয়া বার্ষিক বার্তায় তালেবান নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুনজাদা বলেন তাদের লক্ষ্য হলো আফগানিস্তানে বিদেশি দখলদারিত্বের অবসান ও ইসলামিক ব্যবস্থা প্রবর্তন। তিনি বলেন, আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত কেউ আমাদের কাছে ৪০ বছরের ত্যাগ ভুলে যাওয়া অথবা জিহাদের উত্তপ্ত ময়দানে ঠা-া পানি ঢেলে দেওয়ার প্রত্যাশা করতে পারে না। আখুনজাদার বিবৃতিতে বলা হয়, আলোচনা ও দর কষাকষির দরজা এখনো খোলা রাখা হবে আর এই মুহূর্তে তালেবান আলোচক দল আমেরিকান পক্ষের সঙ্গে দর কষাকষিতে জড়িত রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close