আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ মে, ২০১৯

বিরোধী দলগুলো সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা করছে : মোদি

ভারতের নির্বাচনে সদ্য বিজয়ী দল বিজেপির নেতা নরেন্দ্র মোদি বলেছেন, বিরোধীদলগুলো সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা করেছে। জাতীয় নির্বাচনে বিশাল জয় পাওয়ার পর গতকাল রোববার সন্ধ্যায় বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের (এনডিএ) নবনির্বাচিত লোকসভা সদস্যদের প্রথম বৈঠকে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। খবর এনডিটিভি।

তিনি বলেন, সবার সঙ্গে থাকার জন্য আমরা কাজ করেছি, সবার বিকাশের জন্য কাজ করেছি, এখন সবার বিশ্বাস অর্জনই আমাদের মন্ত্র হবে। ভারতীয় পার্লামেন্টের সেন্ট্রাল হলের ওই বৈঠকে মোদি বলেন, যেভাবে গরিবদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, একইভাবে সংখ্যালঘুদের সঙ্গেও প্রতারণা করা হয়েছে। এবার তাদের শিক্ষা, স্বাস্থ্যের দিকে নজর দিলে ভালো হবে।

২০১৯ সালে এই ছলচাতুরিতে গর্ত তৈরি করার জন্য আপনারা আঘাত করবেন বলে আমি আশা করছি। তাদের বিশ্বাস অর্জন করতে হবে আমাদের। গরিবদের সঙ্গে যেভাবে ছলচাতুরি করা হয়েছিল তা শেষ করতে সক্ষম হয়েছি আমরা। মোদি চলতি সপ্তাহেই দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিবেন বলে ধারণা করা হচ্ছে। এনডিএ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ২০১৯ এর নির্বাচন দেয়াল ভেঙে ফেলে প্রাণে প্রাণ মিলাতে সাহায্য করেছে।

ভারতের এবারের জাতীয় নির্বাচনে ৫৪৩ সদস্যদের লোকসভায় বিজেপি এককভাবে ৩০৩টি আসন ও জোটগতভাবে ৩৫৩টি আসন পেয়েছে।

মোদির ভাষণের আগে তাকে এনডিএ জোটের নেতা নির্বাচিত করা হয়। এ সময় পার্লামেন্ট হলে উপস্থিত নেতারা করতালি দিয়ে, টেবিল চাপড়িয়ে ও ‘মোদি, মোদি’ সেøাগান তুলে তাকে স্বাগত জানান।

এনডিএ জোটের শীর্ষ নেতা সংযুক্ত জনতা দল প্রধান বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার, শিব সেনার উদ্ধব ঠাকরে ও আকালি দলের প্রকাশ সিং বাদল বৈঠকে উপস্থিত ছিলেন। মঞ্চে মোদির পাশে বিজেপির জ্যেষ্ঠ নেতা এল কে আডভাণি ও মুরলি মনোহর যোশিও ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close