আন্তর্জাতিক ডেস্ক

  ২০ মে, ২০১৯

পশ্চিমবঙ্গে একাধিক বুথে ইভিএম খারাপ

রোদে দাঁড়িয়ে ভোগান্তি ভোটারদের

প্রথম থেকে শেষ দফা, রাজ্যে রাজনৈতিক হিংসার পাশাপাশি যে জিনিসটা নির্বাচন কমিশনকে সবচেয়ে ভাবিয়েছে তা হল হঠাৎ করে ইভিএম খারাপ হয়ে যাওয়া। প্রথম দফা ভোট থেকেই রাজ্যের মানুষ দেখে আসছেন একাধিক জায়গাতে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই হয় ইভিএম নয় ভিভিপ্যাট খারাপ হয়ে পড়ছে। এতে সমস্যা পড়তে হয়েছে সাধারণ ভোটারদের। বিশেষ করে ভোটদানের উৎসাহ নিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা বয়স্ক মানুষদের।

রবিবার রাজ্যে নটি কেন্দ্রে হয়েছে শেষ দফার ভোট গ্রহণ। সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। কিন্তু সপ্তম দফার ভোট শুরু হওয়া থেকেই রাজ্যের একাধিক বুথে ইভিএম খারাপ হওয়ার খবর আসতে শুরু করে। হাবড়ার ২১১ বুথে ভিভিপ্যাট খারাপ। ফলতার ২১৭ নং বুথেও বিকল ছিলো ভিভিপ্যাট। নাগেরবাজারে ১৬৬, ১৬৮, ১৬৯ নং বুথে ইভিএম বিভ্রাট। পাশাপাশি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের একাধিক বুথেও একই রকম সময় রয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্যেরে বিভিন্ন বুথে ইভিএম ও ভিভিপ্যাট খারাপ থাকার কারণে অনেক জায়গাতেই এক থেকে দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভোটারদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close