আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ মে, ২০১৯

মোদির যাদব কার্ড আক্রমণ লালুকে

শেষ পর্বের ভোটের আগে বিহারে ‘যাদব’ কার্ডই খেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার পাটনার পালিগঞ্জে এনডিএর সভায় মোদি আক্রমণ করলেন লালুপ্রসাদের পরিবারকেও। নিজে কৃষ্ণ-নগরী দ্বারকা থেকে এসেছেন, এ কথা বলার পাশাপাশি বিহারের ১৫ বছরের লালুপ্রসাদ রাবড়ীদেবীর শাসনকালের উল্লেখ করে তীব্র আক্রমণ করলেন তিনি। পাটনা শহর লাগোয়া পাটলিপুত্র লোকসভা আসনের পালিগঞ্জে যাদব সম্প্রদায়ের আধিক্য বেশি। গতবার বিজেপির যাদব প্রার্থী রামকৃপাল জিতেছিলেন লালুকন্যা মিসাকে হারিয়ে। এবারও সেই লড়াইয়ের পুনরাবৃত্তি হচ্ছে। স্বাভাবিকভাবেই যাদব ভোট কাছে টানতে কোনো ত্রুটি রাখলেন না প্রধানমন্ত্রী।

পালিগঞ্জের সভায় প্রায় ২৫ মিনিটের বক্তৃতার বেশির ভাগজুড়েই ছিলেন লালুপ্রসাদ ও তার পরিবার। যদু বংশ থেকে দ্বারকা এবং সুদর্শন চক্র থেকে ‘মাক্খন’, কোনো কিছুই বাদ দিলেন না তিনি। যাদব ভোট কাছে টানতে প্রধানমন্ত্রী বলেন, যারা নিজের জাতির নামে রাজনীতি করেছেন তারা দেশ তো দূরের কথা, নিজের জাতির জন্যও কিছু করেননি। বিহারের এক লম্বর যাদব পরিবারের বেনামি সম্পত্তির দিকে ইঙ্গিত করে তার দাবি, আমি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে প্রায় দুই দশক কাজ করেছি। কিন্তু এই পদকে আমি জনতার আশীর্বাদ ও সেবাই মনে করেছি। অনেকেই কিন্তু পদের অপব্যবহার করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। লালুপ্রসাদ যে যাদব সম্প্রদায়ের জন্য কিছুই করেননি তা নতুন যাদব প্রজন্মকে মনে রাখতে বললেন তিনি।

লালু পরিবারের দুর্নীতিতে কংগ্রেসের প্রশ্রয় রয়েছে বলেও তিনি ভোটারদের মনে করিয়ে দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close