আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ মে, ২০১৯

দ. আফ্রিকার নির্বাচনে জয়ী ম্যান্ডেলার দল

দক্ষিণ আফ্রিকায় পার্লামেন্ট নির্বাচনে আবারও জিতেছে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। এই দলের হয়েই দেশটিতে দীর্ঘদিন বর্ণবাদ অবসান আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দেশটির অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। বর্ণবাদ যুগের অবসানের পর ২৫ বছর ধরে ক্ষমতায় থাকা দলটি আবারও নির্বাচনে জিতলেও এবার কমেছে তাদের সংখ্যাগরিষ্ঠতা। গত শনিবার দেশটির নির্বাচন কমিশনের ঘোষিত আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, এএনসি এবারে ৫৭ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে। ২০১৪ সালের সর্বশেষ নির্বাচনে দলটি ৬২ শতাংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল।

বর্ণবাদী যুগ পর্ব অবসানের ২৫ বছর পর গত বুধবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় ষষ্ঠ পার্লামেন্ট নির্বাচন। বিগত পাঁচটি নির্বাচনে বিজয়ী হয়ে এই ২৫ বছর দেশ শাসন করেছে বর্ণবাদবিরোধী লড়াইয়ের নেতৃত্বদানকারী সংগঠন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। কিন্তু বিগত ২৫ বছরে সে দেশে গণতান্ত্রিক অগ্রগতিকে খুব সন্তোষজনক বলার সুযোগ নেই। দারিদ্র্য ও বেকারত্ব থেকে মুক্তি মেলেনি সংখ্যাগরিষ্ঠ মানুষের। এর সঙ্গে সঙ্গে রয়েছে দলটির নেতৃস্থানীয়দের দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ। সবমিলে এএনসির সমর্থন কমে আসায় শাসন ক্ষমতায় ফেরার প্রশ্নে মধ্যপন্থি ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (ডিএ) ও ইকোনোমিক ফ্রিডম ফাইটারস (ইএফএফ) নামের দুটি রাজনৈতিক দলের চ্যালেঞ্জের মুখে পড়ে এএনসি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close