আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ এপ্রিল, ২০১৯

‘হিন্দু শরণার্থীদের ভয় পাওয়ার কিছু নেই’

হিন্দু শরণার্থীদের ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত করে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। তারপরই প্রয়োগ হবে এনআরসি। কলকাতায় সাংবাদিক বৈঠকে গতকাল সোমবার জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

আজ মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফায় ভোট রয়েছে পাঁচ কেন্দ্রে। মালদহের দুটি আসন ছাড়াও ভোটগ্রহণ হবে মুর্শিদাবাদ, জঙ্গিপুর ও বালুরঘাটে। এর আগে বাংলায় প্রচারে এসে এনআরসি প্রয়োগের কথা জোড় দিয়ে বলেছিলেন মোদি ও অমিত শাহ। বিরোধীতায় সরব তৃণমূল নেত্রী। তার হুশিয়ারি পশ্চিমবঙ্গে কিছুতেই এনআরসি প্রয়োগ করতে দেওয়া হবে না।

প্রচারে অসমের উদাহরণ তুলে ধরে এনআরসি, নাগরিকত্ব বিলের ক্ষতির কথা তুলে ধরেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিজেপি ক্ষমতায় এসে এনআরসি করলে নিজ ভূমের পরবাসী হয়ে পড়বে ভারতীয়রা। সংখ্যালঘুদের পাশাপাশি বাদ পড়বেন বহু হিন্দুও। এনআরসি, নাগরিকত্ব সংশোধনী বিলকে বিজেপির ‘ভেদাভেদার কৌশল’ বলে অভিযোগ করেন তিনি। তুলে ধরেন অসমের উদাহরণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close