আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ এপ্রিল, ২০১৯

জয় রুখতে পারবে না বিজেপি

কানিমোঝি

কানিমোঝির বাড়িতে গত বুধবার আয়কর হানার জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন।

আয়কর দফতরকে ব্যবহার করে ভোটে তার জয় আটকানো যাবে না বলে জানালেন ডিএমকে নেত্রী কানিমোঝি। তার অভিযোগ, ভোটের আগে আয়কর দফতরকে দিয়ে তার বাড়িতে তল্লাশি চালিয়ে চাপ বাড়ানোর চেষ্টা করছে বিজেপি।

তামিলনাড়ুর থুট্টুকুড়ি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন কানিমোঝি। গত বুধবার সন্ধ্যায় তার বাড়িতে তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা। পরে অবশ্য আয়কর দফতর জানায়, ‘ভুয়া খবর’-এর ভিত্তিতে ওই অভিযান চালানো হয়েছিল। গতকাল বৃহস্পতিবার ওই অভিযান নিয়ে সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন কানিমোঝি। তিনি বলেন, ‘আয়কর দফতরকে দিয়ে তল্লাশি চালিয়ে বিজেপি আমার জয় আটকাতে পারবে না। এই তল্লাশি অগণতান্ত্রিক, পূর্বপরিকল্পিত। তারা কোনো নথিপত্রই বাজেয়াপ্ত করতে পারেনি।’ এখানেই না থেমে ডিএমকে নেত্রীর অভিযোগ, ওইভাবে তল্লাশি চালানোর আসল উদ্দেশ্য হলো, দলীয় কর্মীদের মনোবল ভেঙে দেওয়া। কানিমোঝি বলেন, ‘তারা আমাদের আতঙ্কিত করতে চাইছে... চেষ্টা করছে থুট্টুকুড়ি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করার। কিন্তু ওই ঘটনার পর ডিএমকে কর্মীদের উৎসাহ আরো বেড়ে গিয়েছে।’

কানিমোঝির বাড়িতে গত বুধবার আয়কর হানার জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। তিনি বলেন, ‘তামিলনাড়ুর বিজেপি সভাপতি তামিলিসাই সৌন্দরারাজনের বাড়িতে কোটি কোটি টাকা রয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close