আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ এপ্রিল, ২০১৯

ভোটের দ্বিতীয় দিনে পশ্চিমবঙ্গে সংঘর্ষ

গুলি-বোমাবাজি-ইটবৃষ্টি লাঠিচার্জ পুলিশের

ধূপগুড়ির বারঘুড়িয়ায় ভোট ঘিরে অশান্তির খবর পাওয়া গিয়েছে। এক তৃণমূল সমর্থকের খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ দার্জিলিংয়ের চোপড়ায়। সুষ্ঠু ভোটের দাবিতে ৩১নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। প্রায় ২০ মিনিট অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। এক অভিযুক্ত তৃণমূলকর্মীকে আটক করেছে পুলিশ। তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে পাথর ছুড়তে দেখা যায় বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, র‌্যাফ।

মালবাজারের কুমলাই গ্রামে আক্রান্ত বিজেপিকর্মী। বিজেপির নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, সকাল ৯টা পর্যন্ত জলপাইগুড়িতে ভোট পড়েছে ১৬.৮৬ শতাংশ, দার্জিলিংয়ে ১৬.১৪ শতাংশ, রায়গঞ্জে শতাংশ। সব মিলিয়ে এই তিন আসনে সকাল ৯টা পর্যন্ত গড় ভোট পড়েছে ১৬.৭৮ শতাংশ।

গোয়ালপোখরের কাটা ফুলবাড়িতে ভোটদানে বাধা দেওয়ার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদমাধ্যম। বাঁশ, লাঠি দিয়ে মারধর করে মাথা ফাটানো হলো সাংবাদিকের। ভেঙে দেওয়া হয়েছে ক্যামেরাও। গোয়ালপোখরের কাটা ফুলবাড়িতে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে ভোটারদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close