আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ এপ্রিল, ২০১৯

পশ্চিমবঙ্গে এবার আসতে পারে ৩৪০ কোম্পানি বাহিনী

রাজ্যে আধাসেনা অনেকাংশে বাড়বে চতুর্থ দফার ভোট থেকেই। ২৯ এপ্রিল ওই দফায় বীরভূম, নদিয়া, বর্ধমান পূর্বের দুটি করে লোকসভা কেন্দ্র এবং বহরমপুর ও আসানসোল কেন্দ্রে ভোট হবে।

সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে বলে বিরোধীদের তোলা দাবি সম্পূর্ণ মান্যতা পাচ্ছে না ঠিকই। তবে ভোট যত গড়াবে, পশ্চিমবঙ্গে ততই বাহিনীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। সেই সংখ্যাটা সর্বাধিক ৩৪০ কোম্পানি পর্যন্ত হতে পারে। তবে পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী এই সংখ্যার হেরফেরও হতে পারে বলে কমিশন সূত্রের খবর।

এখনো পর্যন্ত যা হিসেব, তাতে দফাওয়াড়ি ৫০ থেকে ৬০% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। তবে স্পর্শকাতর সব বুথে আধাসেনাই যে পাহারায় থাকবে, সেটা চূড়ান্ত করে ফেলেছে কমিশন। তাদের ব্যাখ্যা, সব কেন্দ্রে সমানভাবে স্পর্শকাতর বুথ থাকে না। তাই কেন্দ্রভিত্তিক বাস্তব পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

রাজ্যে আধাসেনা অনেকাংশে বাড়বে চতুর্থ দফার ভোট থেকেই। ২৯ এপ্রিল ওই দফায়

বীরভূম, নদিয়া, বর্ধমান পূর্বের দুটি করে লোকসভা কেন্দ্র এবং বহরমপুর ও আসানসোল কেন্দ্রে ভোট হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close