আন্তর্জাতিক ডেস্ক

  ১২ এপ্রিল, ২০১৯

ট্রাম্প বললেন

নেতানিয়াহু একজন মহান মিত্র ও বন্ধু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একজন মহান মিত্র ও বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত বুধবার হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। এ সময় পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় নেতানিয়াহুকে অভিনন্দন জানান ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, নির্বাচনী দৌড়ে বিজয়ী হওয়ায় নেতানিয়াহুকে অভিনন্দন জানাচ্ছি। তিনি একজন মহান মিত্র এবং বন্ধু। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনে জয়ের পর ফোন করে নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প।

উল্লেখ্য, গত মঙ্গলবার ইসরায়েলের সাধারণ নির্বাচনে পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি পেয়েছে ৩৭টি আসন। তার প্রতিদ্বন্দ্বী মধ্যপন্থি নীল ও সাদা জোট পেয়েছে ৩৬টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও নেতানিয়াহুর ডানপন্থি জোট সরকার গঠন করতে যাচ্ছে। ডানপন্থিরা সব মিলিয়ে ৬৫টি আসনে জয় পেয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close