আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ এপ্রিল, ২০১৯

নাজিব রাজাকের বিচার শুরু

পুরো বিশ্বকে হতবাক করা বড় ধরনের একটি আর্থিক কেলেঙ্কারিতে তার ভূমিকার জন্য মালেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিচার শুরু হয়েছে। নাজিব রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বরহাদ (ওয়ানএমডিবি) থেকে ৬৮ কোটি ১০ লাখ ডলার আত্মসাৎ করেছেন বলে অভিযোগ, অপরদিকে তিনি কোনো অন্যায় করেননি বলে দাবি নাজিবের। কৌশলগত বিনিয়োগের মাধ্যমে মালয়েশিয়ার অর্থনীতিকে আরো জোরদার করার জন্য রাষ্ট্রীয় ওই তহবিলটি গঠন করা হয়েছিল বলে জানিয়েছে বিবিসি।

তার বদলে এই তহবিলের অর্থ বিলাসী জীবনযাপন, হলিউডের একটি চলচ্চিত্র ও একটি সুপারইয়টের পেছনে ব্যায় করা হয় বলে অভিযোগ। নাজিবের বিরুদ্ধে অনেকগুলো ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু ওই আর্থিক কেলেঙ্কারির বিষয়ে এবারই প্রথম বিচার শুরু হলো। মোট ৪২টি অভিযোগের মোকাবিলা করছেন তিনি, এর অধিকাংশই ওয়ানএমডিব্লির সঙ্গে সম্পর্কিত। বুধবার এ সম্পর্কিত বেশ কয়েকটি অভিযোগের বিচার শুরু হয়েছে। এর কেন্দ্রে আছে ওয়ানএমডিব্লির একটি ইউনিট এসআরসি ইন্টারন্যাশনাল থেকে নাজিবের ব্যক্তিগত ব্যাংক একাউন্টে চার কোটি ২০ লাখ মালয়েশীয় রিঙ্গিত সরিয়ে নেওয়ার অভিযোগ। এ মামলায় অর্থ পাচারের তিনটি, শপথ ভঙ্গের দায়ে তিনিটি ফৌজদারি অভিযোগ এবং মতার অপব্যবহার সংক্রান্ত একটি অভিযোগ রয়েছে। এসব অভিযোগে নাজিব নিজেকে নির্দোষ দাবি করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close