আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ মার্চ, ২০১৯

ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নে বদ্ধপরিকর পাঁচ জাতিগোষ্ঠী: রাশিয়া

আমেরিকার প্রচন্ড চাপ সত্ত্বেও পাঁচ জাতিগোষ্ঠী ইরানের পরমাণু সমঝোতা ধরে রাখতে বদ্ধপরিকর বলে জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার এক বিবৃতিতে একথা জানান।

তিনি বলেন, আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠী ২০১৫ সালে পরমাণু সমঝোতা স্বাক্ষর করার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুমোদন করে ওই সমঝোতাকে আন্তর্জাতিক সনদের মর্যাদা দেওয়া হয়। কিন্তু মার্কিন সরকার ২০১৮ সালে ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে নিরাপত্তা পরিষদের সে প্রস্তাব লঙ্ঘন করে।

এখন ওই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য রাশিয়াসহ অবশিষ্ট পাঁচ জাতিগোষ্ঠীর ওপর আমেরিকা চাপ সৃষ্টি করছে বলে জানান জাখারোভা। তিনি বলেন, কিন্তু এ চাপ উপেক্ষা করে পরমাণু সমঝোতায় অটল থাকার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া, চীন, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স।

ইরানও পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে উল্লেখ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ধারাবাহিকভাবে বলে এসেছে, ইরান পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা হুবহু বাস্তবায়ন করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close