আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ মার্চ, ২০১৯

নিউজিল্যান্ড হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে

নিউজিল্যান্ডের মসজিদে হামলার সময় হামলাকারী যে ভিডিও ধারণ করেছেন, তা প্রচার না করতে সতর্ক করেছে সে দেশের পুলিশ। ফেসবুক-টুইটার ও ইউটিউব কর্তৃপক্ষ বলছে, তারা পুলিশি নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি মুছতে তৎপর হয়েছে। তা সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়ছে ভিডিওটি। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম খবর দিয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো হামলাকারীর অ্যাকাউন্ট থেকে ভিডিওটি সরিয়ে নিলেও এর ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যর্থ হচ্ছে। ওই ভিডিও এখন ভাইরাল।

স্থানীয় সময় শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলা হয়। আক্রান্ত হয় শহরের হাগলি পার্কমুখী সড়ক ডিনস এভিনিউতে আল নুর মসজিদ এবং লিনউডের আরেকটি মসজিদ। হামলাকারী বন্দুুকধারী তার হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ প্রচার করেছিলো। স্বয়ংক্রিয় বন্দুক হাতে হামলাকারীর এগিয়ে যাওয়া, মসজিদের প্রবেশকক্ষ থেকে বিভিন্ন কক্ষে নির্বিচারি গুলিবর্ষণ আর রক্তাক্ত নৃশংস পরিস্থিতির ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই তৎপর হয় নিউজিল্যান্ডের পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close