আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ মার্চ, ২০১৯

এবার লন্ডনে মসজিদে হাতুড়ি নিয়ে হামলা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার কয়েক ঘণ্টার মাথায় লন্ডনেও এক মুসলিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। একটি মসজিদের বাইরে হাতুড়ি নিয়ে এক মুসলিমের ওপর চড়াও হন অজ্ঞাত কয়েকজন। বিট্রেনের সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিন ব্যক্তি পূর্ব লন্ডনের একটি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় চিৎকার করে ইসলামবিরোধী কথাবার্তা বলছিল। তারা শুক্রবারের জুমার নামাজে অংশ নেওয়া মুসল্লিদের সন্ত্রাসী বলে চিৎকার করছিল।

সে সময় বেশ কিছু মানুষ ওই গাড়িটি ধাওয়া করলে তারা এক ব্যক্তির ওপর হাতুড়ি নিয়ে হামলা চালায়। পুলিশ নিশ্চিত করেছে, এই ঘটনায় ২৭ বছর বয়সি এক ব্যক্তি মাথায় আঘাত পেয়েছেন। গাড়িটি দ্রুত ওই স্থান ত্যাগ করার আগ পর্যন্ত দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানিয়েছেন, পুলিশ সদস্যরা সেখানে পৌঁছানোর আগেই হামলাকারীরা গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশের কাছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই হামলাকারীরা শ্বেতাঙ্গ এবং তাদের বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close