আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ মার্চ, ২০১৯

লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হলেন যারা

ভারতের নির্বাচন কমিশন গত রোববার লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। তারপর থেকেই ভারতের প্রতিটি রাজনৈতিক দলে শুরু হয়ে গেছে প্রার্থী তালিকা ঘোষণার তোড়জোড়। তবে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে কার্যত টেক্কা দিয়েই আজ মঙ্গলবার দুপুরে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল।

মঙ্গলবার দক্ষিণ কলকাতার কালীঘাটে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন রাজ্যের ৪২টি আসনের তৃণমূল প্রার্থীদের নাম। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে এদিন দুপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই বৈঠক হয়। ১২ জনের নির্বাচনী কমিটির সদস্যদের পাশাপাশি বৈঠকে রাজ্যের সব জেলা সভাপতি উপস্থিত ছিলেন। কালীঘাটে নিজ বাড়িতে দলের নির্বাচনী কমিটির বৈঠক শেষে প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে মনোনয়ন

পাবেন না গতবারের দক্ষিণ কলকাতার যাদবপুর কেন্দ্রের সংসদ সদস্য সুগত বসু, মেদিনীপুরের সংসদ সদস্য অভিনেত্রী সন্ধ্যা

রায়, ঝাড়গ্রামের সাংসদ উমা সোরেন ও বসিরহাটের সাংসদ ইদ্রিস আলী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close