আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ মার্চ, ২০১৯

শিশুকে যৌন হয়রানির দায়ে সাবেক যাজকের কারাদন্ড

শিশু যৌন হয়রানির দায়ে ভ্যাটিকানের সাবেক শীর্ষ যাজক ও অস্ট্রেলিয়ার সিনিয়র ক্যাথলিক কার্ডিনাল জর্জ পেলকে ছয় বছরের কারাদন্ড দিয়েছেন অস্ট্রেলিয়ার একটি আদালত। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

গত বছর আদালতের জুরি বোর্ড জানায়, ১৯৯৬ সালে ১৩ বছরের দুই ছেলেকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ছিলেন পেল। পোপ ফ্রান্সিসের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন পেল। গতকাল বুধবার প্রধান বিচারক পিটার কিড পেলকে কারাদন্ডাদেশ দিলে এর বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি। ১৬ বছরের কম শিশুকে যৌন হয়রানির একটি অভিযোগে এবং অন্য এক শিশুর সঙ্গে অশোভন আচরণের অন্য চারটি অভিযোগে গত ডিসেম্বর আদালতের জুরি বোর্ড পেলকে দোষী সাব্যস্ত করেন। শুনানি চলাকালে যৌন হয়রানির শিকার একজন আদালতে উপস্থিত ছিলেন। আদালতের প্রসিকিউটররা বলেন, ১৯৯৬ সালে ওই দুই শিশুকে যৌন হয়রানির পর, ১৯৯৭ সালের ওই দুই শিশুর একজনকে পুনরায় যৌন হয়রানি করেন পেল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close