আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ মার্চ, ২০১৯

সিরীয় শিশুদের জন্য প্রাণঘাতী বছর ছিল ২০১৮ : ইউনিসেফ

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ ঘোষণা করেছে, সিরিয়ার শিশুদের জন্য গত ২০১৮ সাল ছিল সবচেয়ে প্রাণঘাতী। ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিতা ফুরে এক বিবৃতিতে বলেন, সিরিয়ায় ২০১৮ সালে সন্ত্রাসীগোষ্ঠীগুলোর হামলায় ১ হাজার ১০৬টি শিশু নিহত হয়েছে। ২০১১ সালে সহিংসতা শুরুর পর সিরিয়ায় এক বছরে এত বেশি শিশু আর প্রাণ হারায়নি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, নিহত শিশুর প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশিও হতে পারে। কারণ সব মৃত্যুর তথ্য হয়তো জাতিসংঘের কাছে আসেনি।

ইউনিসেফের বিবৃতিতে বলা হয়েছে, এখনো সিরিয়ার অনেক এলাকায় শিশুরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। ইদলিবের পরিস্থিতি তুলে ধরে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে সেখানে ৫৯টি শিশু নিহত হয়েছে। ২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ নিশ্চিত করতে মুসলিমবিরোধী বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে এ কাজ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close