আন্তর্জাতিক ডেস্ক

  ১১ মার্চ, ২০১৯

অবতরণের সময় প্রচন্ড ঝাঁকুনিতে আহত তুর্কি বিমানের ৩০ যাত্রী

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় টার্কিস এয়ারলাইনসের একটি বিমানের ফ্লাইটে প্রচন্ড ঝাঁকুনিতে ৩০ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। বিমানটি তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেছিল। অবতরণের আগে প্রচন্ড ঝাঁকুনিতে এর বেশ কয়েকজন যাত্রী আহত হলেও অবশেষে বিমানটি নিরাপদেই অবতরণ করতে পেরেছে।

দুর্ঘটনার পরপরই আহত যাত্রীদের বিমানবন্দর থেকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অনেকেরই হাত-পা কেটে গেছে বা চোট লেগেছে। দুর্ঘটনায় বিমানের এক কর্মীর পা ভেঙে গেছে বলে জানানো হয়েছে। বোয়িং ৭৭৭ বিমানটিতে ৩২৬ জন যাত্রী এবং ২১ জন ক্রু ছিলেন। তবে এই দুর্ঘটনার কারণে জন এফ কেনেডি বিমানবন্দরের কার্যক্রমে কোন ব্যাঘাত ঘটেনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close