আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৯

ভারতীয় সেনাদের হাতে আসছে মার্কিন অ্যাসল্ট রাইফেল

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানকে বড় মাপের মূল্য চোকাতে হবে। তাই সেনাবাহিনীকে আরো বেশি শক্তিশালী করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। গত শনিবার সেনাবাহিনীর জন্য প্রায় ৭২ হাজার ৪০০টি উন্নত মানের অ্যাসল্ট রাইফেল কেনার জন্য একটি মার্কিন অস্ত্র সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের দ্য স্মল আর্মস ম্যানুফ্যাকচারার সিগ সর এই রাইফেল তৈরির দায়িত্ব পেয়েছে। ৭.৬২ এমএম এই অ্যাসল্ট রাইফেলের নাম সিগ ৭১৬, যা ফ্রন্টলাইন সেনা জওয়ানদের জন্যই মূলত ব্যবহার করা হবে। এর একেকটির দাম পড়েবে প্রায় ৮২ হাজার টাকা। ১৬ ইঞ্চির ব্যারেলের এমএলওএম হ্যান্ডগার্ড রাইফেলে রয়েছে ছয় পজিশন টেলিস্কোপিক স্টক, যার সাহায্যে শত্রু পক্ষকে আঘাত করা যাবে যেকোনো দিক থেকেই। আমেরিকার নিউ হ্যাম্পশায়ারে সিগ ৭১৬ রাইফেল তৈরি করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close