আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

পরমাণু সমঝোতা পরিত্যাগের আহ্বান প্রত্যাখ্যাত

ইসলামী প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে আমেরিকার আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানি। ইরানকে বিশ্ব অঙ্গনে একঘরে করার লক্ষ্য নিয়ে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য সমগ্র ইউরোপের প্রতি আহ্বান জানিয়ে আসছে আমেরিকা।

গত শুক্রবার মিউনিখে নিরাপত্তা সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস বলেছেন, ইউরোপ এ সমঝোতাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে।

তবে মার্কিন চাপের মুখে যেসব কোম্পানি ইরান ছেড়ে চলে যাচ্ছে তাদের বিষয়ে নতুন কৌশল কী হবে তিনি তা পরিষ্কার করেননি।

হেইকো ম্যাস বলেন, ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে মিলে আজ পর্যন্ত আমরা পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার উপায় অনুসরণ করে আসছি। পরমাণু সমঝোতা ছাড়া এ অঞ্চল নিরাপদ হবে না বরং উন্মুক্ত দ্বন্দ্বের একবারে দোরগোড়ায় থাকবে। একই সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেন, ইউরোপীয় জোট ইরানের সঙ্গে পরমাণু সমোঝাতা বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তিনিও বলেন, ইউরোপের নিরাপত্তা ও শান্তি রক্ষার ক্ষেত্রে এটা হচ্ছে নিশ্চয়তা প্রদানকারী চুক্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close