আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

পরমাণু অস্ত্র কর্মসূচি কাটছাঁটের উদ্যোগ নেই উ.কোরিয়ার

উত্তর কোরিয়া সামরিক সক্ষমতা এবং পরমাণু কর্মসূচি কটাছাঁটের তেমন কোনো উদ্যোগ নেয়নি। এ কথা বলেছেন দক্ষিণ কোরিয়ার মোতায়েন মার্কিন বাহিনীর নতুন কমান্ডার জেনারেল আব্রাহাম। উত্তর কোরিয়া এবং আমেরিকার শীর্ষ নেতাদের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের আগে এ কথা বললেন তিনি।

জেনারেল আব্রাহাম বলেন, কোরিয়া উপদ্বীপের উত্তেজনা হ্রাসে সহায়তা করেছে সিঙ্গাপুর শীর্ষ সম্মেলন। তবে এতে গোটা পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন সূচিত হয়নি। তিনি মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিকে এসব কথা বলেন। তিনি আরো বলেন, উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতার নামমাত্র পরিবর্তন হয়েছে বা সত্যিকার অর্থে কোনো পরিবর্তনই ঘটেনি। এ সক্ষমতা আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং ওই অঞ্চলের মার্কিন মিত্রদের জন্য অব্যাহতভাবে হুমকি হয়ে দেখা দিচ্ছে বলেও দাবি করেন তিনি। গত বছরের জুনে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম দফা বৈঠক হয়েছিল। পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা কমিয়ে আনার জন্য এ বৈঠক হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close