আন্তর্জাতিক ডেস্ক

  ১২ ফেব্রুয়ারি, ২০১৯

শীর্ষ ধনীকে ব্ল্যাকমেইলের খবর অস্বীকার সৌদির

বিশ্বের শীর্ষ ধনী ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসকে ব্ল্যাকমেইলের খবর অস্বীকার করেছে সৌদি আরব। সম্প্রতি মার্কিন সাময়িকী ‘ন্যাশনাল এনকোয়ারার’-এর বিরুদ্ধে ‘অন্তরঙ্গ ছবি’ দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ তোলেন জেফ বেজোস। এক ব্লগপোস্টে তিনি বলেন, এক বান্ধবীর সঙ্গে তোলা গোপন কিছু ছবি নিয়ে তাকে বিপাকে ফেলার চেষ্টা করছে ন্যাশনাল এনকোয়ারার। আর পত্রিকাটির প্যারেন্ট কোম্পানি আমেরিকান মিডিয়া ইনকরপোরেশনের (এএমআই) সঙ্গে যোগসাজশ রয়েছে সৌদি আরবের। তবে নিজ দেশের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের বলেছেন, এ ঘটনায় তার দেশের কিছু করার নেই। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডে জেফ বেজোসের মালিকানাধীন দ্য ওয়াশিংটন পোস্টের কাভারেজ নিয়ে অস্বস্তি রয়েছে রিয়াদের। ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে নৃশংসভাবে খুন হওয়া খাশোগি হত্যাকান্ডের ঘটনায় সংবাদমাধ্যমে সৌদি আরবের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম এসেছে। জীবদ্দশায় খাশোগি দ্য ওয়াশিংটন পোস্টে কলাম লিখতেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close