আন্তর্জাতিক ডেস্ক

  ১২ ফেব্রুয়ারি, ২০১৯

পোপের বিরুদ্ধে কট্টর খ্রিস্টানদের অবস্থান

পোপ ফ্রান্সিসের উদারপন্থী মনোভাবের সমালোচনা করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের কট্টরপন্থী ধর্মগুরুরা। তাদের দাবি, পোপ ফ্রান্সিস বিভ্রান্ত। তিনি ক্যাথলিক খ্রিস্টানদের বিভ্রান্ত করছেন। ফ্রান্সিসের বিরুদ্ধে পদচ্যুত ভ্যাটিকানের সাবেক এক উচ্চপদস্থ ধর্মগুরু রীতিমতো প্রচারপত্র প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্য সফরে গিয়ে পোপ ফ্রান্সিস মিসরের আল আযহারের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তাইয়েবের সঙ্গে এক যৌথ ইশতেহারে স্বাক্ষর করেছেন, যাতে বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার রয়েছে। আগে থেকেই ক্ষণব্ধ কট্টর ক্যাথলিক ধর্মগুরুরা এই ঘটনায় আরও বেশি ক্ষণব্ধ হয়েছেন।

ভ্যাটিকানের পদচ্যুত যে সাবেক উচ্চপদস্থ ধর্মগুরু প্রচারপত্র প্রকাশ করেছেন তার নাম কার্ডিনাল গেরহার্ড মুলার (৭১)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close