আন্তর্জাতিক ডেস্ক

  ১২ ফেব্রুয়ারি, ২০১৯

খাশোগির মরদেহ কোথায় জানে না সৌদি

সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির মরদেহ কোথায় আছে সে বিষয়ে কিছুই জানে না রিয়াদ। যে টিমটি জামাল খাশোগিকে হত্যা করেছে তাদের আটকের পরেও এ বিষয়ে কোন তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি।

রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসকে দেয়া এক সাক্ষাতকারে সৌদির পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সৌদি দূতাবাসে প্রবেশের পর নিখোঁজ হন সাংবাদিক জামাল খাশোগি। তাকে হত্যার বিষয়টি প্রথম থেকেই অস্বীকার করে আসছিল সৌদি। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে পরবর্তীতে সৌদির তরফ থেকে স্বীকার করা হয় যে, দূতাবাসের ভেতরে সংঘর্ষে জড়িয়ে নিহত হয়েছেন খাশোগি।

তবে খাশোগির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এখনও পর্যন্ত তার মরদেহের কোন হদিস পাওয়া যায়নি। সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর জানিয়েছেন, খাশোগি হত্যায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সিবিএস-এর ফেস দ্য ন্যাশনের কাছে সাক্ষাতকারে পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে, খাশোগির মরদেহ কোথায় আছে? তিনি এর উত্তরে বলেন, আমরা জানি না। এরপর তাকে প্রশ্ন করা হয়, যাদের আটক করা হয়েছে তারা কেন বলতে পারছে না যে মরদেহ কোথায় আছে? এর জবাবে তিনি বলেন, আমরা এখনও এ বিষয়ে তদন্ত করছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close