আন্তর্জাতিক ডেস্ক

  ১১ ফেব্রুয়ারি, ২০১৯

মার্কিন আগ্রাসনের সম্ভাবনা উড়িয়ে দেননি গুইদো

ভেনিজুয়েলায় মানবিক সহায়তার নাম করে যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরোকে উৎখাত করতে পারে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দেননি দেশটির স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদো। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মানুষের জীবন বাঁচানোর জন্য তিনি প্রয়োজনে সবকিছু

করতে পারেন। তবে মার্কিন

আগ্রাসন খুবই বিতর্কিত বিষয় বলে মন্তব্য করেন তিনি।

গুইদো বলেন, ‘আমরা এই জরুরি অবস্থা কাটাতে সম্ভাব্য সবকিছু করব যেন সামাজিক ব্যয় কমে ও স্থিতিশীলতা ফিরে আসে।’ তিনি যুক্তরাষ্ট্র থেকে খাবার ও ওষুধ আনার চেষ্টা করছেন কিন্তু ত্রাণগুলো কলম্বিয়া সীমান্তে আটকে আছে কারণ ভেনিজুয়েলার সেনাবাহিনী সেসব প্রবেশ করতে দিচ্ছে না। গুইদো বলেন, যদি এই ত্রাণ প্রবেশ করে দেওয়া না হয় তবে তিন লাখ মানুষ প্রাণ হারাতে পারে। এর আগে মাদুরো ঘোষণা দিয়েছিলেন যে ‘ভুয়া মানবিক সহায়তা’ নেবেন না তিনি। তার দাবি, যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার সমস্যা বড় করে দেখাচ্ছে যেন তারা আগ্রাসন চালাতে পারে।

দীর্ঘমেয়াদি অর্থনৈতিক যুদ্ধের কবলে পড়ে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে ভেনিজুয়েলার অর্থনীতি। মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে বছরে হাজার হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে তাদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close