আন্তর্জাতিক ডেস্ক

  ১০ ফেব্রুয়ারি, ২০১৯

ইয়েমেনে সৌদি হামলা : ব্যাপক বিস্ফোরণ

ইয়েমেনের রাজধানী সানায় হামলা অব্যাহত রেখেছে সৌদি আরব। গত শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েকটি জঙ্গি বিমান থেকে একযোগে বোমা বর্ষণ করা হয়েছে। বোমা বিস্ফোরণে গোটা রাজধানী প্রকম্পিত হয়ে ওঠে।

ইয়েমেনের সেনাবাহিনীর ঘাঁটি ও অস্ত্রগুদাম লক্ষ্য করে এসব হামলা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সানার আকাশে সৌদি জঙ্গিবিমানের টহল অব্যাহত রয়েছে। এর জবাবে সৌদি সেনাদের ওপর ইয়েমেনি সেনারা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের ওপর হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এর ফলে এ পর্যন্ত অন্তত ১৬ হাজার মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরো লাখ লাখ মানুষ। এছাড়া খাদ্য ও ওষুধ সংকটে মারা গেছে বহু মানুষ। সৌদি আরব অন্যায় প্রক্রিয়ায় নিজের অনুগত ব্যক্তিদের ক্ষমতায় বসাতে সেখানে হামলা চালিয়ে আসছে। মুসলিম দেশের ওপর এমন নির্মম হামলাকে মারাত্মক অপরাধ হিসেবে ঘোষণা করেছেন বহু আলেম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close